কূটনৈতিক রিপোর্টার; ২০১৪ সালের ৫ই জানুয়ারীর আলোচিত ‘একতরফা’ নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশের সব রাজনৈতিক দল পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
আগামীতে অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠানে সব রাজনৈতিক পক্ষের সহায়ক ভূমিকা থাকবে বলেও আশাবাদী ইউরোপের এই রাষ্ট্রজোটের বাংলাদেশে নিযুক্ত ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত পিয়েরে মায়েদুন। ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় প্রতিষ্ঠার ভিত্তিমূল ‘ট্রিটি অব রোম’-এর ৬০তম বার্ষিকীর ঢাকার আয়োজনকে সামনে রেখে সোমবার গণমাধ্যম প্রতিনিধিদের (স্বল্প সংখ্যক) সঙ্গে আলাপে ইইউ’র এ আগ্রহের কথা জানান তিনি। গুলশানস্থ ইইউ ডেলিগেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের আসন্ন নির্বাচন ছাড়াও রাষ্ট্রদূত মায়েদুন ফ্রান্সের সদ্য সমাপ্ত নির্বাচন, বাংলাদেশ-ইইউ সম্পর্ক, পোশাকশিল্প পরিস্থিতি, সরকার-হেফাজত সম্পৃক্ততা এবং রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।