ফ্রান্সে আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে হাড্ডিসার মডেলদের। ফলে ফ্যাশনে অংশ নিতে চাইলে মডেলদের এখন তাদের শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করিয়ে চিকিৎসকের দেয়া সার্টিফিকেট দেখাতে হবে। এজন্য তাদের উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বডি মাস ইনডেক্স (বিএমআই) থাকতে হবে।
কম খাওয়ার প্রবণতা রোধ ও সৌন্দর্যের অপ্রত্যাশিত মানদণ্ড কামনার বিরুদ্ধে লড়াই করাই এ আইনের উদ্দেশ্য বলে দাবি ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের।
আইন লঙ্ঘন করে কোনো নিয়োগকর্তা সাইজ জিরো মডেলদের দিয়ে কাজ করালে ৭৫ হাজার ইউরো জরিমানার পাশাপাশি ছয় মাসের কারাদণ্ড হতে পারে।
ফ্রান্সের সমাজ ও স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী মরিসোল ট্যুরেইন শুক্রবার এক বিবৃতিতে বলেন, শরীরের অবাস্তব আকৃতি ‘আদর্শ’ হওয়ার ফলে স্বাস্থ্য সম্পর্কিত আচরণে সমস্যা দেখা দেয়। এতে করে তাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। এমনকি এটি তাদের মৃত্যুমুখেও ঠেলে দেয়।
কেবল ফ্রান্সেই ফ্যাশনের জগতে চরম রোগা মডেলদের নিষিদ্ধ করা হয়নি। এরআগে ইসরায়েল, স্পেন, ইতালিতেও হাড্ডিসার মডেলদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
ফ্রান্সে ৩০ থেকে ৪০ হাজার মানুষ অ্যানোরেক্সিয়ায় ভুগছেন; যার ৯০ শতাংশই নারী।
সূত্র: বিবিসি