ডেস্ক ; মার্কিন কংগ্রেসে ভোটাভুটির মাধ্যেমে ‘ওবামাকেয়ার’ বাতিল করে ‘ট্রাম্পকেয়ার’ বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যনীতি পাস হয়েছে। গত দু’দফায় চেষ্টা চালিয়ে ব্যর্থ হবার পর বৃহস্পতিবার এ স্বাস্থ্যনীতিকে আইনে পরিণত করার জন্য কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিটিভস বা প্রতিনিধি পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ২১৭-২১৩ ভোটে বিলটি পাস হয়।
নতুন বিলে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যনীতি ‘ওবামাকেয়ার’-এর বড় অংশকেই বাতিল করে দেওয়া হয়েছে। ওবামাকেয়ারের বাতিল হওয়া অংশ রিপাবলিকানদের প্রণীত স্বাস্থ্যবিমা পরিকল্পনা দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। এখন এ বিলটি আইনে পরিণত করতে বিবেচনার জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। এটাই এ পর্যন্ত ট্রাম্পের সবচেয়ে বড় সংসদীয় সাফল্য।
এর আগে দুইবার ট্রাম্পের স্বাস্থ্য বিল প্রত্যাখান করা হয়েছে। রিপাবলিকান পার্টির সদস্যরাই এই প্রস্তাব নিয়ে বিভক্ত ছিলেন। চলতি সপ্তাহের শুরুতেও কয়েকজন প্রভাবশালী রিপাবলকান জানিয়ে দিয়েছিলেন যে, তারা এই প্রস্তাবে সমর্থন জানাবেন না। বর্তমান পরিস্থিতিতে সেবা নেওয়া রোগীদের কথা মাথায় রেখেই তাদের এই অবস্থান বলে দাবি করেছিলেন তারা।
২০ মার্চ হাউস অব রিপ্রেজেন্টিটিভসে রিপাবলিকান সদস্যরা নতুন স্বাস্থ্যনীতি উপস্থাপন করেন। তখন ‘আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট’ নামে ট্রাম্প প্রশাসনের এ স্বাস্থ্য বিলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব করা হয়।
নির্বাচনি প্রচারণায় চলমান স্বাস্থ্যনীতি ওবামাকেয়ার পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে বর্তমানে ওবামাকেয়ারের সেবা নেওয়া অনেক রোগী এতে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা করছেন অনেকে। ফলে প্রথম দফায় বিলটি নিয়ে ভোট আয়োজনে ট্রাম্পের প্রস্তাব আটকে যায়। তখন ট্রাম্প কয়েক দফা রিপাবলিকানদের সঙ্গে আলোচনা করেও ভোট আয়োজনে ব্যর্থ হয়েছিলেন। এরপর একটি সংশোধিত প্রস্তাব দেন ট্রাম্প। এতে করে বিলটির পক্ষে সমর্থন জানাতে শুরু করেন রিপাবলিকানরা।
বিলটি পাসের পর এক টুইটার বার্তায় হিলারি ক্লিনটন বলেছেন, লাখ লাখ পরিবার তাদের এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হবে।