সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি দুটো স্কুলে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়েছে। আমিরাতের রাজধানী আবুধাবীস্থ অবস্থিত শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল ১০০ ভাগ পাশ করেছে এবং অপরদিকে রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল ৮৪ ভাগ পরীক্ষার্থী পাশ করেছে।
আবুধাবীর শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে ৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৯ জনই পাস করেছে। এর মধ্যে ব্যবসা শাখায় ১০ জন এবং বিজ্ঞানে ছিল ২৯ জন। এ প্লাস পেয়েছেন ১৪ জন, এ পেয়েছেন ২২ জন এবং এ মাইনাস পেয়েছেন ৩ জন।
এদিকে, রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে বিজ্ঞান এবং বাণিজ্য শাখায় ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন পাশ করেছেন। এ প্লাস পেয়েছেন ৩ আর এ মাইনাস পেয়েছেন ২৩ জন।