বার্ড ফ্লু’র থাবা রানির দেশে। উত্তর ইংল্যান্ডের একটি হাঁস প্রযোজন খামারে বার্ড ফ্লু’র ভাইরাস পাওয়া গিয়েছে। সোমবার সরকারিভাবে এ কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, রবিবার নেদারল্যান্ডেও বার্ড ফ্লু’র ভাইরাস পাওয়া গিয়েছে। যদিও হল্যান্ড এবং ইংল্যান্ডের ঘটনার সঙ্গে যোগাযোগ আছে কি-না, সে সম্পর্কে কর্মকর্তারা নিশ্চিত নন।
জানা গিয়েছে, ইস্ট ইয়র্কশায়ারে হাঁস প্রযোজন খামারে ছয় হাজারের মতো হাঁস আছে। বার্ড ফ্লু’র সংক্রমণরোধে ইতিমধ্যেই সমস্ত হাঁস মেরে ফেলা হয়েছে। সেই সঙ্গে ওই খামারসংলগ্ন ১০ কিলোমিটার এলাকাজুড়ে নজরদারি শুরু করেছে ব্রিটিশ সরকারের পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক দপ্তর ডিইএফআরএ। সমস্ত পোলট্রি-জাত পণ্য বিক্রির ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।
এর আগে গত রবিবার হল্যান্ড থেকে অত্যন্ত সংক্রামক বার্ড ফ্লু’র প্রমাণ পাওয়া গিয়েছে। দেশের মধ্যাংশের একটি পোলট্রি খামারে এই মারণ ভাইরাস পাওয়া যায়। এর পরই কালিংয়ের নির্দেশ দেয় প্রশাসন। প্রাথমিকভাবে ১,৫০,০০০টি মুরগি মেরে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সারা দেশে পোলট্রি-জাত পণ্যের বিক্রি, পরিবহন সমস্ত ধরনের ব্যবহার নিষিদ্ধ করেছে প্রশাসন।
জানা গিয়েছে, ইস্ট ইয়র্কশায়ারে হাঁস প্রযোজন খামারে ছয় হাজারের মতো হাঁস আছে। বার্ড ফ্লু’র সংক্রমণরোধে ইতিমধ্যেই সমস্ত হাঁস মেরে ফেলা হয়েছে। সেই সঙ্গে ওই খামারসংলগ্ন ১০ কিলোমিটার এলাকাজুড়ে নজরদারি শুরু করেছে ব্রিটিশ সরকারের পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক দপ্তর ডিইএফআরএ। সমস্ত পোলট্রি-জাত পণ্য বিক্রির ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।
এর আগে গত রবিবার হল্যান্ড থেকে অত্যন্ত সংক্রামক বার্ড ফ্লু’র প্রমাণ পাওয়া গিয়েছে। দেশের মধ্যাংশের একটি পোলট্রি খামারে এই মারণ ভাইরাস পাওয়া যায়। এর পরই কালিংয়ের নির্দেশ দেয় প্রশাসন। প্রাথমিকভাবে ১,৫০,০০০টি মুরগি মেরে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সারা দেশে পোলট্রি-জাত পণ্যের বিক্রি, পরিবহন সমস্ত ধরনের ব্যবহার নিষিদ্ধ করেছে প্রশাসন।