আইএসের বিদেশি যোদ্ধা ঠেকাতে জাতিসংঘে প্রস্তাব অনুমোদন

সারাবিশ্ব

1411621837ঢাকা: মধ্যপ্রাচ্যের প্রভাবশালী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) সমর্থনকারী বিদেশি যোদ্ধাদের ইরাক ও সিরিয়ায় প্রবেশ ঠেকাতে শর্ত সাপেক্ষে একটি প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত এই খসড়া প্রস্তাবটি সদস্য দেশগুলো সর্বসম্মতিতে অনুমোদন করেছে বলে আল জাজিরা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের আনা এ প্রস্তাবে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশ সমর্থন দেয়। জাতিসংঘ সনদের ৭ অধ্যায় অনুযায়ী, এ অনুমোদনের মাধ্যমে আইনিভাবে সদস্য দেশগুলোকে এটা মানতে বাধ্য করার কর্তৃত্ব দেওয়া হয়েছে জাতিসংঘকে। ধারণা করা হচ্ছে, আইএসে যে বিপুল পরিমাণ বিদেশি যোদ্ধা জিহাদি হিসেবে যোগ দিচ্ছে তা ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে ।

সম্প্রতি আইএসের পক্ষে লড়াই করার জন্য বিশ্বের প্রায় ৭০টি দেশ থেকে অন্তত ১২ হাজার যোদ্ধা যোগ দিয়েছে। এরা সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা দখলে নেওয়া আইএসের হয়ে লড়াই করছে। এই জঙ্গিদের দমন করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কমপক্ষে ৪০টিরও বেশি দেশ জোটবন্ধ হয়েছে। সম্প্রতি ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই প্রস্তাবকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করে বলেছেন, নিরাপত্তা পরিষদের এই প্রস্তাব আইএসের ভয়াবহ চরমপন্থাকে মোকাবেলায় বিরাট ভূমিকা পালন করবে।

বুধবার জাতিসংঘ অধিবেশনের শুরুতেই এক ফরাসি নাগরিকের হত্যার ঘটনায় তিনি ফ্রান্সের সঙ্গে সংহতি প্রকাশ করেন। এ সময় ফরাসি জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন,‘তোমাদের এই ভয়াবহ ও দুঃখজনক ক্ষতিতে আমরা তোমাদের সঙ্গে আছি। তোমরা সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণেই তোমারা এত বড় ক্ষতির সম্মুখীন হয়েছ।’

সম্প্রতি আলজেরিয়ায় আইএস সমর্থিত এক জঙ্গি গোষ্ঠী তাদের হাতে পণবন্দি ফরাসি নাগরিক হার্ভে গোরদেলের শিরশ্ছেদ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *