নিষেধাজ্ঞা শেষ; মাঠে ফিরছেন নেইমার

Slider খেলা সামাজিক যোগাযোগ সঙ্গী

index-43

 

 

 

 

 

লাল কার্ড পেয়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি। বার্সেলোনার ব্রাজিলিয়ান সুপারস্টারের বিরুদ্ধে অভিযোগ ছিল সহকারী রেফারিকে বাজে অঙ্গভঙ্গি করার । যে কারণে রিয়াল সোসিয়েদাদ, রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকো এবং সর্বশেষ ওসাসুনার বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার দ্য সিলভা জুনিয়র।

তিন ম্যাচের নিষেধাজ্ঞার সময় শেষ। এবার আর মাঠে নামতে বাধা নেই তার। আজই এস্পানিওলের বিরুদ্ধে কাতালান ডার্বিতে মাঠে নামছেন নেইমার। লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখতে এখন পূর্ণ শক্তি প্রয়োজন লুইস এনরিকের শিষ্যদের। নেইমারের দলে ফেরায় স্বাভাবতই খুশি কাতালান সমর্থকরা ও বার্সেলোনা।

শীর্ষে থাকা বার্সার আজকের প্রতিপক্ষ এস্পানিওল রয়েছে ৯ নম্বরে। তবে বার্সেলোনার কাছে এই ম্যাচটার গুরুত্ব এল ক্ল্যাসিকোর চেয়ে কোনো অংশে কম নয়। এর কারণ, একে তো শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ, দ্বিতীয়ত নেপথ্যে একই শহরের দুই ক্লাবের চিরকালীন শত্রুতা।

এ কারণে তাই আগের ম্যাচে ওসাসুনার বিপক্ষে ৭-১ গোলের জয় ভুলে সংবাদ সম্মেলনে বার্সা কোচ লুইস এনরিকে বলেছেন, ‘এস্পানিওল সব সময়ই কঠিন প্রতিদ্বন্দ্বী। আমাদের সমস্ত শক্তি-দুর্বলতা ওরা জানে। ম্যাচটা একেবারেই সহজ হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *