প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন ডেভিড ক্যামেরন

Slider জাতীয় সামাজিক যোগাযোগ সঙ্গী সারাবিশ্ব

27-04-17-PM_Gonobhaban-4-696x398

 

 

 

 

ঢাকা ;  এক সংক্ষিপ্ত ব্যক্তিগত সফরে ঢাকায় এসে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ব্যক্তিগত এ সফরে বাংলাদেশে আসা ক্যামেরন বৃহস্পতিবার সকালে গণভবনে যান এবং সেখানেই তাদের বৈঠক হয় বলে জানা যায়।

ডেভিড ক্যামেরন বুধবার রাতে ব্যাংকক থেকে ঢাকা পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইউরোপ) মো. খোরশেদ আলম খাস্তগীর বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

গত বছর গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় আসার পর প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়া ক্যামেরন এবার ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ডিএফআইডির একটি প্রকল্প পরিদর্শন করতে। এর বাইরে ঢাকায় ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের একটি গোলটেবিল বৈঠকেও তিনি অংশ নেবেন।

লন্ডন স্কুল অব ইকনোমিকসের এই সেন্টার অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে উন্নয়নশীল দেশগুলোতে টেকসই প্রবৃদ্ধির জন্য কাজ করছে।

এই সেন্টারের উদ্যোগে গত মার্চে চালু হওয়া একটি কমিশনের চেয়ারম্যান ডেভিড ক্যামেরন। ঢাকায় ওই কমিশনের একটি কার্যালয়ও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *