এম আরমান খান জয়,গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে মধুমতি নদী থেকে নড়াইল গনপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ২৫ এপ্রিল তিনি নড়াইল থেকে ঢাকা যাবার সময় নিখোঁজ হন।
বৃহস্পতিবার সকালে কাশিয়ানী উপজেলার রাতইল এলাকায় মধুমতি নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় জনগন পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলি নুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশের ময়না তদন্তের পর বলা যাবে কি ভাবে তার মৃত্যু হয়েছে।