সিলেটে সড়কের বেহালদশা, জনদুর্ভোগ চরমে

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি সামাজিক যোগাযোগ সঙ্গী সিলেট

 

72572

 

 

 

 

 

 

সিলেট প্রতিনিধি :: সিলেটের ১৮৬ কিলোমিটার (এলজিইডি) ওসমানীনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সড়কের বেহালদশায় জনদুর্ভোগ চরমে। সড়কগুলো দীর্ঘদিন থেকে রক্ষণাবেক্ষণ আর সংস্কার না করায় বিটুমিন উঠে বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। স্থানে স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন জনসাধারণ। ওসমানীনগর উপজেলাবাসীর অভিযোগ স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষের উদাসিনতা ও দায়িত্বে অবহেলার কারণে জনগুরুত্বপূর্ণ সড়কগুলো বেহাল দশায় পতিত হয়েছে। জানা যায়, উপজেলার মোট ৬৪২ কিলোমিটার মড়কের মধ্যে মাত্র ১৮৬ কিলোমিটার পাকা যা শতকরা হিসেবে ৩৪ ভাগ, ৪৩৮ কিলোমিটার কাঁচা, ১০ কিলোমিটার আরসিসি, ৭ কিলোমিটার ইট বিছানো ও ৭৯৩টি ব্রিজ কালভার্ট রয়েছে। উপজেলায় ৬৪২ কিলোমিটারের মধ্যে মাত্র ১৮৬ কিলোমিটার পাকা সড়ক থাকলেও সড়কের অধিকাংশের বেহাল অবস্থা। দীর্ঘদিন থেকে সড়কগুলো সংস্কারহীন থাকায় ওসমানীনগরের যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।

IMG_20170316_130405

 

 

 

 

 

এলাকাবাসীর সুত্রে জানাযায়, এলজিইডির আওতাধীন গোয়ালাবাজার-নিজকরণসী, গোয়ালাবাজার-সিকন্দরপুর, ১৯ মাইল-গাভুরটিকি, গয়নাঘাট-বালাগঞ্জ, বেগমপুর-গলমুকাপন, কাগজপুর-হাজীপুর, নিজবুরুঙ্গা মধ্যপাড়া-পশ্চিম সিরাজনগর ভায়া আনোয়ারপুর পশ্চিম তিলাপাড়া, বুরুঙ্গাবাজার-জামতলাবাজার, বুরুঙ্গাবাজার-নন্দিবাজার, তালেরতল-খাশিপাড়া, পাঁচপাড়া-দশহাল, পাঁচপাড়া-মোকামবাজার-রাউৎখাই কালিবাড়ি বাজার, কদমতলা-দুরাজপুর, কদমতলা-আমিনপুর, তাজপুর-রাখালগঞ্জ বাজার ভায়া কালিগঞ্জ-বিশ্বনাথ, মঙ্গলচন্ডি-মান্দারুকা, কুরুয়া-নতুনবাজার, সুয়ারগাঁও-পারকুল, ডাকুয়ারমহল-খন্দকারবাজার, দয়ামীর-খন্দকারবাজার ভায়া ঘোষগাঁও সড়কগুলোর মধ্যে অধিকাংশ সড়কের ৭০/৮০ ভাগ আবার কিছু কিছু সড়কের প্রায় শতভাগ ভেঙে গেছে। অন্যান্য সড়কেরগুলো ৪০/৫০ ভাগ ভেঙে গেছে। এসব সড়কগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কার্পেটিং ও বিটুমিন উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, গোয়ালাবাজার-নিজ করনসী রাস্তার এমন বেহাল দশা যা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। ব্যক্তিগতভাবে স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের অনেক কর্তাব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ওসমানীনগর উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন, সড়কগুলো সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *