ভিডিও নিয়ে সাবিলার স্ট্যাটাস

Slider বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী

62006_e3

 

 

 

 

 

 

সমপ্রতি এক দুঃখজনক ঘটনা ঘটেছে আলোচিত মডেল-অভিনেত্রী সাবিলা নূরকে নিয়ে। একটি অশ্লীল ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় হয়। অনেকেই বলছিলেন ভিডিওটি সাবিলার। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে সেই ভিডিওর মেয়েটি তিনি নন। ভিডিওর ব্যাপারটি নিয়ে এতদিন কিছু না বললেও এবার ফেসবুকে স্ট্যাটাস দিলেন সাবিলা। সোমবার রাতে নিজের ফেসবুকে এ অভিনেত্রী লেখেন, আরো আগেই এ ব্যাপারে বলতে চেয়েছিলাম কিন্তু এরকম অশ্লীল বিষয়ে কথা বলতেও আমার রুচিতে বাধছিল। কিন্তু গত কয়েকদিনে অনেক অনেক দূর থেকেও আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী, বন্ধু আর কলিগদের এত ভালোবাসা ও সাপোর্ট পেয়েছি যে শুধু তাদের কারণেই কিছু বলার প্রয়োজন মনে করছি। তিনি আরো বলেন, আলোচিত-সমালোচিত ভিডিওটি দেখে থাকলে আপনি জানেন ভিডিওর মেয়েটি আমি নই, এখন জানা আর মানার মধ্যে পার্থক্য অনেক। যদি মেয়েটিকে সাবিলা ভেবেই আপনার ভালো লাগে তাহলে আমার হাজার বিবৃতিতেও আপনার মনের পরিবর্তন হবে বলে আশা করি না। বিতর্কের এ সময়ে যারা সাবিলার পাশে ছিলেন সবাইকে হৃদয় থেকে তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে সাবিলা নূর মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। গ্রামীণফোন, প্রাণ ফিট, রবি ছাড়াও প্রায় ৪০টির মতো জনপ্রিয় বিজ্ঞাপনচিত্রে তিনি কাজ করেছেন। উপস্থাপনায়ও সাবিলার জনপ্রিয়তা ছিল। তার অভিনীত জনপ্রিয় নাটকগুলো হলো- ইউটার্ন, শত ডানার প্রজাপতি, জল কলঙ্ক, মন শুধু মন ছুঁয়েছে, পাষাণ ইজ ব্যাক ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *