কাপাসিয়া প্রতিনিধিঅনেক দিন বিদেশ করে দেশে এসে যখন কোন ব্যবসা খুজে না পায় তখন ই তার এক চাচা টিটুর কাছে মাছ চাষের আইডিয়া টা নেন পরে নিজেই গড়ে তুলেন প্রায় ১০ একর জায়গা নিয়ে জাকি মৎশ্য খামার যেখানে চাষ হয় পাপদা গুলশা শিং মাগুর রুই কাতল তেলাপিয়া মাছ আর এই মাছ বেচা হয় দেশের বিভিন্ন মাছের আরৎ প্রতি বছর এ খামার থেকে আয় হয় প্রায় অর্ধ কোটি টাকা এখন ছোট বড় মিলিয়ে প্রায় ৮ টি মাছের খামার আছে।
জাকি মৎস্য খামারের মালিক আনম শফিকুল ইসলাম চৌধুরী গ্রাম বাংলা নিউজ কে বলেন মাছ চাষ একটি লাভ জনক ব্যবসা দেশে অনেক বেকার যুবক আছে যারা এই ব্যবসা করে বেকারত্ব দূর করতে পারেন তিনি আর ও বলেন যদি সরকার মৎস্য চাষের দিকে আর ও মনুঝোগী হন তাহলে বিদেশে ও এ মাচ রপ্তানি করে বৈদেশিক মূদ্া অর্জন করা যাবে।