জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২০১৪ সালের মাস্টার্স শেষ পর্ব (শুধুমাত্র নিয়মিত) পরীক্ষা ১৭ এপ্রিল সোমবার থেকে শুরু হচ্ছে।
সারাদেশের ১৩০টি কলেজের ১০৫টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ২৮ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে।
পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।