সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর নগরীর পশ্চিম দরগাহ চশমারখাল সংলগ্ন একটি ডাস্টবিনে মাটি খোঁড়ার সময় ১১টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। ১২/০৪/২০১৭ বুধবার বেলা আড়াইটার দিকে দরগাহ মহল্লার হোটেল হেরিটেজের পেছনে একটি ছড়া থেকে এগুলো উদ্ধার করা হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ছড়া সংস্কারের সময় পরিচ্ছন্নতাকর্মীরা ১১টি মর্টার শেল দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এখানে আরো মর্টার শেল থাকতে পারে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বলেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা ডাস্টবিনের মাটি খোঁড়ার সময় রকেট লাঞ্চারগুলো দেখে থানায় খবর দেন। রকেট লাঞ্চারগুলো মুক্তিযুদ্ধ কালীন বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত মর্টার শেলগুলোর মধ্যে ৫টি বড় আকারের এবং ৬টি ছোট আকারের। ধারনা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের মর্টার শেল।