শুক্রবার, জানুয়ারি ০৩, ২০২৫

কিশোরীকে লাগাতার ধর্ষণ করেছে মায়ের তিন প্রেমিক!

Slider ফুলজান বিবির বাংলা সামাজিক যোগাযোগ সঙ্গী

images

 

 

 

 

গত এক বছর ধরে বিভিন্ন সময় মায়ের তিন প্রেমিক মিলে তাকে ধর্ষণ করেছে। তাও আবার মায়ের সামনেই। এমনই অভিযোগ জানিয়েছে দ্বাদশ শ্রেণির এক ছাত্রী।

হরিয়ানার রোহতাকের দাতুর গ্রামের ঘটনা। সম্প্রতি ১৬ বছরের এক কিশোরী রোহতাকের মহিলা পুলিশ থানায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করেছে। সে পুলিশের কাছে জানিয়েছে, গত বছরের মার্চ মাস থেকে তার উপর নৃশংস অত্যাচার চালিয়ে যাচ্ছে তার মায়ের তিন প্রেমিক৷ কিশোরীর অভিযোগ, মা এবং মায়ের তিন প্রেমিককে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল সে৷ আর তার পর থেকেই ওই কিশোরীকে ভয় দেখানো শুরু হয়। তাকে নিয়মিত ধর্ষণ করা হত।

ধর্ষণের পর ওই কিশোরীর ভিডিও তুলে রাখে অভিযুক্তরা৷ পুলিশের কাছে মুখ খুললে সেই ভিডিও ফেসবুকে পোস্ট করারও হুমকি দেয় তারা৷ প্রাণনাশের আশঙ্কায় এত দিন মুখ বুজে ছিল ওই কিশোরী৷ কিন্তু দিনের পর দিন অত্যাচারের মাত্রা বেড়ে যাচ্ছিল। তাই শেষ পর্যন্ত সাহসে ভর করে সে থানায় এসে অভিযোগ দায়ের করে। তার মা তাকে নিয়মিত খুনের হুমকিও দিত বলেও পুলিশকে জানিয়েছে আক্রান্ত কিশোরী৷

রোহতাকের মহিলা পুলিশ স্টেশনের ইনচার্জ ইন্সপেক্টর গরিমা জানিয়েছেন, নিগৃহীতার বয়ান রেকর্ড করা হয়েছে৷ তার অভিযোগের ভিত্তিতে রামভগত, দীনেশ ও কমল নামে তিন অভিযুক্তকেই আটক করেছে পুলিশ৷ আটক করা হয়েছে অভিযোগকারিণীর মাকেও৷ ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার পরই অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ

৷সূত্র : আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *