সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

মুখ খুললেন কিম শর্মা

Slider বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী

th

 

 

 

 

 

 

 

বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন বলি নায়িকা কিম শর্মা। বলি মহলের জল্পনা ছিল, বিচ্ছেদের পর চরম অর্থনৈতিক সঙ্কটে পড়েছেন কিম। শুধু তাই নয়, প্রায় কপর্দকশূন্য অবস্থায় সম্প্রতি মুম্বই ফিরে এসেছেন তিনি। কিন্তু এ সব খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন কিম স্বয়ং। একটি ওয়েব পোর্টালকে কিম জানিয়েছেন, এই ধরনের রাবিশ স্টোরির বিষয়ে তিনি কোনও কমেন্ট করতেই চান না।

২০১০ সালে শিল্পপতি আলি পুঞ্জানির সঙ্গে বিয়ে হয়েছিল কিমের। কিন্তু শোনা গিয়েছিল, বেশ কিছু দিন ধরেই নাকি অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন আলি। বিয়ের পর থেকে কেনিয়াতেই থাকতেন যুগল। অভিযোগ, আলি অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার পর থেকেই কিমের সঙ্গে সম্পর্ক তিক্ত হতে শুরু করে তাঁর। ঘুরে দাঁড়াতে মরিয়া কিম মুম্বইয়ে নিজের ব্যবসা শুরু করতে চাইছেন বলে গসিপ ছিল। কিন্তু কিমের বক্তব্য অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বলিউডের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *