আজ ১১ এপ্রিল মঙ্গলবার ১১.০০ টায় ঢাকা মিডিয়া ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়েজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএিম(বার) পিপিএম বলেন-নিরাপত্তার স্বার্থে এবং যাতে সকলকে সহজভাবে চেনা যায় সেই লক্ষ্যে মুখোশ পরা যাবে না। তবে কেউ ইচ্ছে করলে হাতে প্লেকার্ড, ব্যানার বা অন্যকোনভাবে মুখোশ রাখতে পারবেন।
এ সময় কমিশনার বলেন- ভুভুজেলা নারীদের উত্যক্ত করাসহ অনর্থক বিরক্তির সৃষ্টি করে। এ কারণে ভুভুজেলা বহন বা বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। একই সাথে কোন রকম ব্যাগ, পুটলা, ছুরি, চাকু বা অন্যকোন অস্ত্র, দিয়াশলাই, দাহ্য পদার্থ, বিষ্ফোরক দ্রব্য ইত্যাদি বহন বা পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।