২১০০ সালের মধ্যে গলে যাবে গ্রিনল্যান্ডের গ্লেসিয়ার?

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাবিশ্ব

image

 

 

 

 

 

 

গ্রিনল্যান্ডের গ্লেসিয়ার গলছে। গলছে পাহাড়-চূড়োর বরফ। আর তা খুব দ্রুত গলছে। এতটাই দ্রুত যে, আর বড়জোর ৮৫ বছরের মধ্যেই সেই বরফ গলা জল সমুদ্রের জলস্তর বাড়িয়ে দেবে কম করে দেড় ইঞ্চি।

এই রীতিমতো উদ্বেগের তথ্যটি পাওয়া গিয়েছে হালের একটি গবেষণায়। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘জিওফিজিক্যাস রিসার্চ জার্নাল’-এ। ওই গবেষণাই প্রথম দাবি করল, গত ২০ বছরে গ্রিনল্যান্ডের গ্লেসিয়ার ও পাহাড়-চূড়োর বরফ যে-পরিমাণে গলেছে, তা আর আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব নয়। কেন দ্রুত গ্রিনল্যান্ডের বরফ গলছে, তারও কারণ দর্শানোর চেষ্টা করেছেন গবেষকরা।

তবে কিছুটা আশ্বস্ত করার চেষ্টায় অন্যতম প্রধান গবেষক ওহায়ো স্টেট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর আয়ান হোয়াট বলেছেন, ‘‘এখনই আতঙ্কিত হয়ে পড়ার কোনও কারণ নেই। হাতে তো আরও আট-ন’টা দশক রয়েছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *