২০১৮ সালের অস্কার হবে দক্ষিণ কোরিয়ায়

Slider বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী

oscar_44223_1491642098

 

 

 

 

ডেস্ক :  ঘোষিত হল অস্কারের নতুন ভেন্যু। ২০১৮ সালের ৪ মার্চ ৯০তম অস্কার আয়োজন করা হবে দক্ষিণ কোরিয়ায়। জানা গেছে, শীতকালীন অলিম্পিক শেষ হওয়ার পরই এটি অনুষ্ঠিত হবে।

সম্প্রতি আয়োজক প্রতিষ্ঠান একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ও এবিসি টেলিভিশন নেটওয়ার্কের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

ঘোষণায় আরও জানানো হয়, ৯১তম অস্কার হবে ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি, ৯২তম অস্কার হবে ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি ও ৯৩তম অস্কার হবে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি।

দক্ষিণ কোরিয়ার শীতকালীন অলিম্পিক শুরু হবে ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি। এই আয়োজন শেষ হওয়ার পরই শুরু হবে অস্কার আয়োজনের প্রস্তুতি।

৯০তম অস্কারের জন্য মনোনীত চলচ্চিত্রের নাম প্রকাশ করা হবে একই বছরের ২৩ জানুয়ারি। আর ২৮ ফেব্রুয়ারি অস্কার কনসার্ট অনুষ্ঠিত হবে।

আগামী অস্কার আয়োজনে উপস্থাপক হিসেবে এ বছরের উপস্থাপক জিমি কিমেলকে দায়িত্ব দেয়া হতে পারে পারে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *