কর্মক্ষেত্রে নারীদের পোশাক কোড মেনে ‘হাই হিল’ জুতা পরার প্রয়োজনীয়তা বাতিল করেছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশ। এটা নারীদের ক্ষেত্রে বৈষম্যমুলক আচরণ জানিয়ে প্রদেশটির প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, স্বাস্থ্য ও নিরাপত্তা ইস্যুতে ‘হাই হিল’ খুবই বিপদজনক। খবর বিবিসির।
তারা আরো বলছে যে, ‘হাই হিল’ জুতা পরার ফলে নারীরা শারীরিক আঘাত পাওয়ার ঝুঁকিতে উচ্চহারে থাকেন, এমনকি অসতর্ক অবস্থায় পড়ে বা পিছলে গিয়ে অনেক সময় তাদের পায়ের গোড়ালি সরে যাওয়ার মতোও দুর্ঘটনা ঘটে। যা মারাত্মক স্বাস্থ্যহানি ঘটাতে পারে। এছাড়া কর্মক্ষেত্রে নারীদের জুতা খুবই সহনশীল হওয়া উচিত বলেও মন্তব্য তাদের।
এর আগে, গত মার্চে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের গ্রিন পার্টির রাজনীতিবিদেরা কর্মক্ষেত্রে নারী ও পুরুষের জন্য আলাদা ‘পাদুকা কোড’ প্রয়োজন বলে একটি বিল চালু করেন। এ প্রসঙ্গে ওই পার্টির নেতা অ্যান্ড্রু উইভার বিলটি চালু করার ক্ষেত্রে বলেন, ‘কর্মক্ষেত্রে লিঙ্গ, লিঙ্গ অভিব্যক্তি বা লিঙ্গ পরিচয় ভিত্তিক আলাদা ও সুনির্দিষ্ট পোশাকের প্রয়োজনীয়তা রয়েছে।’