বরযাত্রী নিয়ে নৌকাডুবিতে মিয়ানমারে ২০ জন নিহত

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাবিশ্ব

th

 

 

 

 

মিয়ানমারে মালবোঝাই একটি নৌকার সঙ্গে সংঘর্ষে বরযাত্রীবাহী একটি নৌকা ডুবে  কমপক্ষে ২০ জন নিহত হয়েছে বলে জানা যায়।

শুক্রবার সন্ধ্যায় মিয়ানমারের রাজধানী রেঙ্গুনের পশ্চিমে অবস্থিত পাথেইন বন্দর শহরের একটি নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ বলছে নৌকায় ৬০ থেকে ৮০ জন যাত্রী ছিল ।

মিয়ানমারের ঐ এলাকার স্থানীয়(এমপি) আং থু হিতউই জানান, নৌকাডুবিতে নিহত ব্যক্তিদের মধ্যে ১৬ নারী ও চার পুরুষ রয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরো নয়জন। এরই মধ্যে কমপক্ষে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, রাতের অন্ধকারের মধ্যেই উদ্ধার কাজ চলছে। নদী থেকে লাশ উদ্ধার করে তীরে রাখা হচ্ছিল। পরে শনিবার সকালে স্থানীয় প্রশাসন ও রেডক্রস সদস্যরা উদ্ধারকাজ পুনরায় শুরু করেন।

গেল বছর অক্টোবরে মিয়ানমারের চিন্দউইন নদীতে নৌকাডুবিতে শিক্ষক ও শিক্ষার্থীসহ ৭৩ জন  নিহত হয়। একই বছরের এপ্রিলে দেশটির রাখাইন প্রদেশে নৌকা ডুবে মারা যায় নয় শিশুসহ ২১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *