সিলেট প্রতিনিধি :: সিলেটে মঙ্গল শোভাযাত্রা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারী উচ্চারন মঙ্গল শোভাযাত্রার নামে মুসলমানদের ধর্মীয় চেতনাবিরোধী অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার প্রতিবাদে জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সিলেট নগরীর প্রানকেন্দ্র কোর্ট পয়েন্টে ০৭/০৪/২০১৭ শুক্রবার বাদ জুমআ জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
শিক্ষক সমিতি জেলা শাখার আহ্বায়ক মাওলানা আব্বাস উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ লতিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামি আন্দোলনের সিলেট বিভাগীয় সমন্বয়কারী ডা. মোয়াজ্জেম হোসেন। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট মহানগর শাখার সভাপতি মুফতি ফখর উদ্দিন, সেক্রেটারি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা শাখার সভাপতি নজির আহমদ, জাতীয় শিক্ষক ফোরাম জেলার যুগ্ম আহ্বায়ক মাওলানা ফয়েজ আহমদ, সদস্য সচিব মাওলানা আব্দুস শহিদ, ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা হাবিবুর রহমান, ইমাদ উদ্দিন, মুফতি লোকমান খান, ইশা ছাত্র আন্দোলনের মহানগর সভাপতি শিহাব উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জিল্লুর রহমান, ফয়জুল ইসলাম, মাওলানা রেদওয়ানুল হক রাজু, মাওলানা আব্দুল্লাহ-আল-মামুন, ইসহাক আহমদ।
মানববন্ধনে বক্তারা বলেন, মঙ্গল শোভাযাত্রার নামে মুসলমানদের ধর্মীয় চেতনাবিরোধী অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া যাবে না। বিভিন্নভাবে ষড়যন্ত্র করে ইসলাম শেষ করার যে পাঁয়তারা প্রতিহত করা হবে।