স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: বাংলাদেশ শিশু একাডেমী গাজীপুর জেলা শাখার উদ্যোগে নবান্ন উৎসব ২০১৪ উদযাপিত হয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও বাঙালী ঐতিহ্যৃবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১অগ্রাহায়নকে স্বাগত জানানো হয়েছে।
এ উপলক্ষ্যে গাজীপুর শহরের জকী স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিশু শিক্ষার্থী নুদার নাসিয়া নিদ্রিতার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নাসির উদ্দিন, ভাওয়াল রত্ন নুরুল ইসলাম, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, জকী স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা রহমান ও মোঃ হেলাল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের মধ্যে ছিলো, যেমন খুশি তেমন সাজ, হাঁড়ি ভাঙ্গা, বিস্কুক দৌঁড়, মোরগের লড়াই ও গ্রাম বাংলার ঐতিহ্যৃবাহী বিভিন্ন ধরণের খাবার।