ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে মোলুক্কা সাগরে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের পর অল্প সময়ের জন্য জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মোলুক্কা দ্বীপের কোটা টারনেট থেকে উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠের ৪৬ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর ৯ সেন্টিমিটার উচ্চতার ঢেউ জাইলোলো দ্বীপের ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতেরও খবর পাওয়া যায়নি।
প্রথম ভূমিকম্পের কিছুক্ষণ পর ৬ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প সুলায়েসি দ্বীপে অনুভূত হয় বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে। ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ ‘রিং অব ফায়ার’ এলাকায় অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।
২০০৪ সালে ইন্দোনেশিয়ার বান্দা আচেহ উপকূলে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর সুনামিতে দুই লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল।
সূত্র : বিবিসি
ভূমিকম্পের পর ৯ সেন্টিমিটার উচ্চতার ঢেউ জাইলোলো দ্বীপের ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতেরও খবর পাওয়া যায়নি।
প্রথম ভূমিকম্পের কিছুক্ষণ পর ৬ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প সুলায়েসি দ্বীপে অনুভূত হয় বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে। ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ ‘রিং অব ফায়ার’ এলাকায় অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।
২০০৪ সালে ইন্দোনেশিয়ার বান্দা আচেহ উপকূলে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর সুনামিতে দুই লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল।
সূত্র : বিবিসি