শীঘ্রই আকাশে উড়বে চালকহীন অ্যাম্বুলেন্স

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাবিশ্ব

index-3

 

 

 

 

যুদ্ধক্ষেত্রে হামলা করার জন্য অথবা নজরদারির জন্য এতদিন পর্যন্ত চালকহীন হেলিকপ্টার ব্যবহার করা হত, তবে এবার সেই একই কাজ করবে উড়ন্ত অ্যাম্বুলেন্স হিসেবেও৷ মার্কিন সেনার পক্ষ থেকে ডিপি-১৪ হক হেলিকপ্টার এমন কাজেই ব্যবহার করা হবে৷ তবে তা যুদ্ধক্ষেত্র থেকে আহত সেনাদের কম সময়ে হাসপাতালে পৌঁছানোর কাজটিই করবে বলে জানা গেছে৷

উল্লেখ্য, এই হেলিকপ্টারটি সম্পূর্ণরূপে ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন সিস্টেমের ওপর নির্ভরশীল৷ এর জন্য জিপিএসেরও প্রয়োজন নেই৷ এই হেলিকপ্টারের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে ইউএস আর্মি মেডিকাল রিসার্চ অ্যান্ড মেটেরিয়াল কম্যান্ড৷ দুটি ইঞ্জিনের এই হেলিকপ্টার সিএইচ-47 চিনুকের মতো দেখতে৷ এটি এত ছোট যে কোনও বাহনের মধ্যে রেখে একে নিয়ে যাওয়া যেতে পারে৷ মজার বিষয় হল, এই ডিপি-১৪ হক হেলিকপ্টার প্রায় ৩০ মিনিটের মধ্যে, ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম৷ এটি ২০০কিলো পর্যন্ত ওজন বহন করতে পারবে৷ স্বাস্থ্য-সেবা ক্ষেত্র ছাড়া এটি কৃষি, বন্যপ্রানীদের সুরক্ষার বিষয়ে নজরদারি এবং তল্লাশি অভিযান করতে পারবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *