লামা পোষ্টাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের ৩টি ল্যাফটপ চুরি”

Slider চট্টগ্রাম

grambanglanews24.

 

 

 

 

 

 

 

জাহিদ হাসান,লামা,(বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলা পোষ্ট অফিসের পোষ্টাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের ৩টি ল্যাফটপ. ৩টি মাউস,৩টি কিবোর্ড ও ২ টি সার্জার চুরি হয়েছে।

আজ ২৭ মার্চ’১৭ সোমবার উদ্যোক্তা কাকলি আকতার সকাল ৯.১২ টায় অফিসে গিয়ে দেখেন ল্যাফটপ নাই। কাকলি অফিসে গমন করার অনেক পূর্বে পোষ্ট মাষ্টার ছিদ্দিকুর রহমান সরকার অফিসে গমন করেন।প্রশিক্ষন সেন্টারের চাবি পোষ্ট মাষ্টার ও ট্রেনার কাকলি আকতার এর নিকট ছিল।পোষ্ট অফিসের অন্য কোন ক্ষয়ক্ষতি বা ভাংচুর হয়নি। বান্দরবানের ডেপুটি পোষ্টমাষ্টার জেনারেল কাজী মামুনুর রশিদ জানিয়েছেন এ ব্যপারে কর্মচারীদের উপর সন্দেহ হচ্ছে। ডাকঘরের বান্দরবান জেলা পরিদর্শক প্রসঞ্জিত চক্রবর্তী বাদি হয়ে থানায় মামলা করবে। লামা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *