পরিবেশ দূষণ হ্রাসের তথ্য উপস্থাপন করে ক্রেতাদের মাঝে পাটজাত পণ্যের কার্যকারিতা সঠিকভাবে তুলে ধরা হলে যুক্তরাষ্ট্রে পাটজাত দ্রব্যের বাজার সৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক। গত বৃহস্পতিবার নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট কার্যালয়ে একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী উপস্থিত ব্যবসায়ীদের কাছে যুক্তরাষ্ট্রে পাটজাত দ্রব্যের বাজার অন্বেষণ ও প্রচারাভিযান পরিচালনার আহ্বান জানান।
বাংলাদেশের পাটজাত দ্রব্য আন্তর্জাতিক মানের উল্লেখ করে মন্ত্রী ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে অন্যান্য সামগ্রীর মতো পাটজাত দ্রব্যের বিপণনের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। কনস্যুলেট ভবনে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রবাসী ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মন্ত্রী পাটের ঐতিহাসিক গুরুত্ব ও অর্থনীতিতে পাটের অবদান সম্পর্কে আলোকপাত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পাটের বাজার সম্প্রসারণকে অগ্রাধিকার দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বস্ত্র ও পাটবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সাবিনা আক্তার তুহিন ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন সভায় বক্তব্য দেন। প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর কার্যালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বিজেএমসির উর্ধ্বতন কর্মকর্তারা এবং কনসাল জেনারেল শামীম আহসান উপস্থিত ছিলেন।