” স্বাধীনতা তুমি কী? ”
————-এহসানুর রহমান আক্তাবুর
স্বাধীনতা তুমি কী?
পরাধিনতা’র শৃঙ্খল মুক্ত একটি জাতি, একটি গোষ্ঠী?
তুমিকি একটি ভূখণ্ড? নাকি একটি দেশ, একটি কৃষ্টি?
নাকি একটি মানচিত্র?
নাকি লাল-সবুজের একটি উড্ডীয়-মান পতাকা?
স্বাধীনতা তুমি কী?
বঙ্গবন্ধুর বজ্রকন্ঠে উচ্চারিত সাত-ই মার্চের ঐতিহাসিক ভাষণ?
নাকি তুমি পঁচিশে মার্চের অপারেশন “সার্চলাইট” নামক নৃশংস হত্যাযজ্ঞ?
তুমি কি তিনশো বুদ্ধিজীবীর নির্মম আত্মাহুতি?
নাকি তুমি ছাব্বিশে মার্চের শেখ মুজিবের কারাবরণ?
স্বাধীনতা তুমি কী?
দশ থেকে তেরো মার্চের মধ্যে পাকসেনাদের সাদা পোষাকে পূর্ববাংলায় পদচারণা?
নাকি চট্টগ্রাম বন্দরে নোঙর করা গোলাবারুদ আর অস্ত্রশস্ত্রে বোঝাই জাহাজ এমভি সোয়াত?
স্বাধীনতা তুমি কী? আট মাস তেইশ দিনের তাজা রক্তক্ষয়ী যুদ্ধ?
নাকি ত্রিশ লক্ষ শহীদদের বিদেহী আত্মার গগন ছোঁয়া হুঙ্কার?
নাকি দুই লক্ষ কিশোরী,যুবতী ও নারীর সম্ভ্রম হারানোর চাঁপা আর্তনাদ?
নাকি মায়ের যৌবন দীপ্ত সন্তানের রক্তাক্ত লাশ?
স্বাধীনতা তুমি কী?
সদ্য বিবাহিতা লাজুক বঁধূর হাতে মেহেদীর আল্পনা?
নাকি তার পরনের বিধবা ভূষণ?
নাকি বঁধূয়ার পাঁজর ভাঙ্গা আকুতি?
তুমি কি দেশদ্রোহী রাজাকারদের পৈশাচিক বর্বরতার নগ্ন হাসি?
নাকি বাতাসে ভাসমান লাশের গন্ধ? স্বাধীনতা তুমি কী?
ইংল্যাণ্ডের যুবা সাংবাদিক সাইমন ড্রিং এর জীবন বাজি রাখা তথ্য আহরণ?
তুমি কি ‘ওয়াশিংটন পোস্ট’ এর মাধ্যমে সমগ্র পৃথিবীতে এই নির্মম গনহত্যার খবর ছড়িয়ে দেয়া?
নাকি তুমি রক্তে রঞ্জিত খোকার লেখা শেষ চিঠি?
নাকি মায়ের চোখের অশ্রুতে ভেজা চশমার ঝাপসা দৃষ্টি?
স্বাধীনতা তুমি কী? পাকিস্তানী হানাদারদের নিদারুণ বর্বরতা?
ব্যানেটের আঘাতে ক্ষতবিক্ষত অসহায় শিশুর আর্তচিৎকার?
নাকি মায়ের সামনে কুমারী কন্যার শ্লীলতাহানি?
নাকি তুমি বাতাসে ভাসমান এলোকেশী বিরাঙ্গণার আহাজারি?
স্বাধীনতা তুমি কী? পঙ্গু মুক্তিযোদ্ধার হাতে বিজয় কেতন?
নাকি তাঁর কর্দমাক্ত বুকের জমীন? নাকি তুমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধার বেদনার্ত বুক?
নাকি তুমি তাঁর চোখের কোনে অবারিত স্বপ্ন?
নাকি যুদ্ধ ফেরত মুক্তিযোদ্ধার বিজয়োল্লাস?
নাকি তুমি বাড়ী ফিরে দেখা শান্তির কুটির বিরাণ ভূমি? স্বাধীনতা তুমি কী?
তুমি কি ষোলো-ই ডিসেম্বরে পাক বাহিনীর তিরানব্বই হাজার সৈন্য সমেত আত্মসমর্পণ?
তুমি কি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ? নাকি ঝলসানো মাতৃভূমির দগ্ধ গন্ধ?
নাকি শকুনের ঠুকরে ঠুকরে মাংস হীন লাশের কঙ্কাল?
নাকি তুমি বাঙালী জাতির গর্ব,
আমাদের অহঙ্কার? স্বাধীনতা তুমি কী?
বাংলার দিগন্তের কালো ছাঁয়া পঁচাত্তরের পনেরো আগস্টের অমানবিক নৃশংসতা?
নাকি একাশি’র ত্রিশ এ মে’র চট্টগ্রাম সার্কিট হাওসের অমানুষিক বর্বরতা?
নাকি তুমি সাড়ে নয় বছরের সৈরতন্ত্র?
নাকি এরশাদ বিরোধী গন আন্দোলনে নূর হুসেনের আত্মাহুতি?
নাকি দৌলত খাঁনের বিসর্জিত প্রাণ?
নাকি তুমি রবি ঠাকুরের সোনার বাংলা গান?
নাকি নজরুলের বিদ্রোহী কবিতার টগবগে শব্দের তরঙ্গায়িত বর্ণ কণিকা?
নাকি তাঁর দারিদ্র্য কবিতার আকণ্ঠ যন্ত্রণা? স্বাধীনতা তুমি কী?
রমনার বটমূলের অতর্কিত বোমা বিষ্ফোরন? নাকি ডঃ ইমরানের গন জাগারণ মঞ্চ?
নাকি তুমি হেফাজতের তাজা রক্ত?
নাকি প্রশিক্ষিত শক্তি ও মেধার বলি বিডিআর কলংক? স্বা ধী ন তা তুমি কী?
তুমি কি অবারিত সবুজের প্রান্তর, ধানের শীষে নূপুরের গুঞ্জন,
আপন মনে বয়ে চলা এক ঝাঁক রুপালী নদী?
নাকি ঝিলের জলে চাঁদের আলোর ঝিলিক?
নাকি তুমি একটি সোনালী ভোর?
তুমি কি বাংলার আকাশে একটি ঝলমলে সূর্য?
নাকি কুয়াশায় ঢাকা মমতার চাদরে আবৃত একটি শীতের রাত?
নাকি চঞ্চল বালিকার মুক্ত উঠুনে ছোটাছুটি?
নাকি তুমি বাঙলা মায়ের স্বস্তির শ্বাসপ্রশ্বাস?
নাকি আকাশে মুক্ত বিহঙ্গ?
নাকি তুমি বিস্ময় এ পৃথিবীর?
স্বা ধী ন তা তুমি আমার আত্মার প্রশান্তি,
আমার গর্ব, আমার অহঙ্কার।
তুমি আমার সর্ব সওয়া দুর্গম গিরি পারি দেওয়া অকুতোভয় আত্ম-সুদ্ধি চুম,
মায়ের উদার বুকে মাথা রেখে
অবুঝ শিশুর অনাবিল সুখে নির্বিঘ্নে এক আত্মতৃপ্তির ঘুম
রচনাঃ ১৮/০৩/২০১৬