এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
রবিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার স্কুল-কলেজের শিশু-কিশোরদের নিয়ে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ফারহাত আহমেদ, পৌরমেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা ফয়সাল আমিন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু. সাদেক কুরাঈশীসহ আরও অনেকে।
অতিথিদের ছাপিয়ে বরাবরের মতো অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিলেন স্বাধীন বাংলাদেশের মূল কারিগর, বীর মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানের শুরুতেই এই বীরদের বরণ করে নেয় জেলা প্রশাসন।
এর আগে, স্বাধীনতা দিবসের সূর্যোদয়ের সাথে সাথে টাঙ্গন নদীর তীরে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিতে নির্মিত ‘অপরাজেয় ৭১’ এর পাদদেশে ঠাকুরগাঁওবাসীর পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মু. সাদেক কুরাঈশীসহ আরও অনেকে।
এছাড়াও দিবসটিকে ঘিরে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও প্রতিযোগীতার আয়োজন করেছে।
এদিন স্বাধীনতার চেতনাকে বুকে লালন করে সকল বাধা ডিঙিয়ে সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জেলার সর্বস্তরের মানুষ।