লেনদেন বেড়েছে পুঁজি বাজারে

Slider ফুলজান বিবির বাংলা সামাজিক যোগাযোগ সঙ্গী সারাদেশ

base_1490175964-dse-cse-new-logo_5433_5580

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের তুলনায় বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তা কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, বুধবার দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৪৫ পয়েন্ট বা দশমিক ২ শতাংশ বেড়ে ৫ হাজার ৭৩৬ দশমিক ৩১ পয়েন্টে উন্নীত হয়। দশমিক ৫৪ শতাংশ বা ১১ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭৭ দশমিক ১৪ পয়েন্টে উঠে আসে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ১ পয়েন্ট বা দশমিক শূন্য ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩০১ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।

সারা দিনে ডিএসইতে ৪৩ কোটি ৩৯ লাখ ২৭ হাজার ১৯৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ১ হাজার ২৯০ কোটি ৩৮ লাখ ২৯ হাজার টাকা, যা আগের দিন ছিল ১ হাজার ২৬৩ কোটি ১০ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ১৩৯টির ও অপরিবর্তিত ছিল ৪৯টির বাজারদর।

এদিকে সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ২৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭৯১ দশমিক ৩২ পয়েন্টে উন্নীত হয়। ৩৭ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৮০ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৮১ কোটি ৫ লাখ ১৮ হাজার ৩৭৮ টাকার সিকিউরিটিজ, যা আগের দিন ছিল ৯৪ কোটি ৬ লাখ ১৫ হাজার ৬৭০। মোট লেনদেন হয়েছে ২৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের সিকিউরিটিজ। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *