সুখী গৃহকোণ। এই মুহূর্তে সবচেয়ে বেশি সুখ ভিড় করেছে নিশিথ সূর্যের দেশ নরওয়েতে। দ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০১৭-র তেমনটাই দাবি। ২০ মার্চ বিশ্ব সুখী দিবসে এ বারও রাষ্ট্রপুঞ্জ এই তালিকা প্রকাশ করল। তালিকায় এ বারও ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার তুলনায় ভাল জায়গায় আছে পাকিস্তান। আর কাকতালীয় হয়েও, পাকিস্তানের ‘বন্ধু’ দেশ চিন আছে পাকিস্তানের ঠিক আগে।
এই সমীক্ষায় কেমন ধরনের সুখ খোঁজা হয়েছে? “বন্দুকের নল কিংবা দেওয়াল তৈরি করার মতো রাজনৈতিক অস্থিরতা জায়গা পায়নি। সুস্থ জীবন ও সংস্কৃতি মনস্কতা, সামাজিকতাকে মানদণ্ড করেই তৈরি হয়েছে এই রিপোর্ট”- জানিয়েছেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউইশন নেটওয়ার্কের ডিরেক্টর জেফরি সাকচেস। ১৫৫টি দেশের আম জনতার প্রতি দিনের লাইফস্টাইলের উপর সমীক্ষা চালানো হয়েছে। প্রতি বছর প্রত্যেক দেশের হাজারের বেশি মানুষের সুখ-দুঃখের কথা শুনেছে ওই সংস্থার প্রতিনিধি দল। এর সঙ্গে যুক্ত হয়েছে সেই দেশের জিডিপি, সামাজিক সহায়তা, সুস্থ জীবন, সামাজিক স্বাধীনতা এবং অবশ্যই কম দুর্নীতি। এ সব বিষয় মাথায় রেখেই এই রিপোর্ট তৈরি হয়েছে বলে দাবি সংস্থার। ২০১৪ থেকে শুরু হয়েছে এই সমীক্ষাভিত্তিক আন্তর্জাতিক রিপোর্ট। মোট দশের মধ্যে সব দেশকে নম্বর দেওয়া হয়েছে। যার নম্বর যত বেশি সেই দেশ তত সুখী।