রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে একটি প্রাইভেট স্কুলের সহকারি শিক্ষক রোববার এক ছাত্রকে নিষ্ঠুর বেত্রঘাতে গুরুতর আহত করেছেন।
আহত শিক্ষার্থীর নাম আল আমিন (১৩)। সে পৌর এলাকার কেওয়া দক্ষিণ খন্ড গ্রামের আনিছুর রহমানের ছেলে ও স্থানীয় রবিউল প্রি-ক্যাডেট স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। আলামিনের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে তার বাবা জানিয়েছেন। এর মধ্যে তার পিঁঠের , বাম হাতের আঘাত গুরুতর। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ও স্কুল সূত্রে জানা যায়, আলামিন ক্লাস চলাকালে ছাত্রীদের দিকে তাকিয়ে থাকে। লেখাপড়ায় মনুযোগি হয় না। এই সব বিষয়ে প্রায় সময় তার বিরুদ্ধে স্কুলের শিক্ষাকদের কাছে ছাত্রীরা অভিযোগ করতো। এর জের ধরেই রোববার বেলা ১১টার দিকে সহকারি শিক্ষক সোহেল রানা ক্লাস রুমে গিয়ে আলামিনকে এলোপাথাড়ি বেতাঘাত করে কক্ষ থেকে তাকে বের করে দেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম জানান, এ ব্যাপারে আলামিনের পরিবারকে একাধিক বার সতর্ক করলেও তারা এতে কোন কর্ণপাত করেনি। ছাত্রকে বেতাঘাতের ঘটনাটি সত্যি দুঃখজনক।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আকতার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটানাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।