আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শাকিল পরিবহন নামের নৈশকোচটি নীলফামারীর সৈয়দপুর যাচ্ছিল। গোবিন্দগঞ্জের জুম্মারঘর এলাকায় বিপরীতমুখী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে কোচের ধাক্কা লাগে। এতে কোচটি উল্টে গিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে। কোচে থাকা এক শিশুসহ চার আরোহী ঘটনাস্থলে নিহত হয়। আরেকজন হাসপাতালে মারা যায়। আহত হয় অন্তত ১৫ জন।
ওসি আবুল বাশার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে টহল পুলিশ। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহত হওয়া ব্যক্তিদের উদ্ধার করা হয়। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়।