ক্রিকেটে স্পট ফিক্সিং নিয়ে সবচেয়ে আলোচিত দেশ পাকিস্তান। সর্বশেষ পাকিস্তান সুপার লীগের (পিএসএল) দ্বিতীয় আসরেও স্পট ফিক্সিং নিয়ে তোলপাড়। পিএসএল সামনে রেখে জুয়াড়িদের সঙ্গে যোগাযোগ রাখার দায়ে এ পর্যন্ত পাঁচজন খেলোয়াড়কে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শারজিল খান, খালিদ লতিফ, নাসির জামশেদ ও মোহাম্মদ ইরফানের পর সর্বশেষ নিষিদ্ধ করা হয়েছে শাহজাইব হাসানকে। শুরু থেকেই স্পট ও ম্যাচ ফিক্সিংয়ে জড়িত খেলোয়াড়দের কঠোর শাস্তির পক্ষে পাকিস্তানের সাবেক খেলোয়াড় জাভেদ মিয়াঁদাদ। শাস্তি পাওয়া খেলোয়াড়দের ভবিষ্যতে জাতীয় দলে ফেরানোর পক্ষে নন তিনি। এমন কি একাধিকবার তিনি আজীবন নিষিদ্ধের আবেদন জানিয়েছেন। তবে ৫৯ বছর বয়সী সাবেক এ ক্রিকেটার এবার আরো কঠোর শাস্তি চাইলেন। স্পট ফিক্সিং প্রমাণিত হলে তার ‘মৃত্যুদ-’ চাইলেন মিয়াঁদাদ। সম্প্রতি পিএসএলে পাকিস্তানী খেলোয়াড়দের জুয়াড়িদের সঙ্গে সম্পৃক্ততার খবরে ক্ষুব্ধ তিনি। বলেন, ‘ক্রিকেটে দুর্নীতি থামানোর জন্য কর্তৃপক্ষকে অবশ্যই যথাযথ পদক্ষেপ নিতে হবে। তারা কেন কঠোর পদক্ষেপ নেয় না? স্পট ফিক্সিংয়ে জড়িত থাকা মানুষগুলোর মৃত্যুদ- দেয়া উচিৎ।’ পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ আরো বলেন, ‘সমস্যা হলো- স্পেডকে স্পেড বলার সাহস আমাদের নেই। প্রত্যেকেই অর্থের পেছনে ছুটছে। এমন পরিস্থিতিতে আপনি কী করতে পারেন?’