ফরহাদ হোসেনের প্রতিবেশী বাবলু চৌধুরী বলেন, গ্রামের বাড়িতে একটি পীরের আখড়া চালাচ্ছেন আট-১০ বছর ধরে। সপ্তাহে একদিন তারা বিশেষ জিকির আসকার করেন। এ ছাড়াও তারা প্রায়ই মিলিত হন। আজও এ রকম জিকিরের সময় দুর্বৃত্তরা হামলা চালায়। তারা প্রথমে তাদের গলা কাটে। পরে গুলি করে।
প্রতিবেশীরা নিহত নারীর পরিচয় জানাতে পারেননি। তবে তিনি ফরহাদের বাড়িতে গৃহকর্মীর কাজও করতেন।