লালমনিরহাটে জুট মিলে অগ্নিকাণ্ড, বিশাল ক্ষয়ক্ষতি।

Slider রংপুর

17270230_640084899510755_2136211768_n

 

 

 

 

 

 

 

এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার একমাত্র শিল্পপ্রতিষ্ঠান আজাদ জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজাদ জুট মিলের ‘রি-সাইকেল’ মেশিন তথা হটলার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে জুট মিলের ৩শ মণ পাটসহ বেশকিছু জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। লালমনিরহাট ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, সোমবার সন্ধ্যায় আজাদ জুট মিলের বস্তা তৈরির প্রাথমিক কারখানায় (১ম শেড) পাট ‘রি-সাইকেল’ মেশিনে পাট সটিং করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এসময় দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে লালমনিরহাট সদর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

লালমনিরহাট আজাদ জুট মিলের ম্যানেজার জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘শ্রমিকদের চেষ্টা ও ফায়ার স্টেশন ইউনিটের সযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় কারখানার মূল মেশিনপত্র সবকিছুই রক্ষা পেয়েছে। এরপরও ৩শ মণ পাট, ১টি শেড ও পাট রি-সাইকেলিং হটলার মেশিনটি পুড়ে গেছে। এতে প্রায় ১৪-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।’ এ ব্যাপারে জানতে চাইলে আজাদ জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক মেহেদি হাসান আজাদ বলেন, ‘কারখানায় আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিক বা অন্য কারো গাফিলতি আছে কি না, তা এ মূহুর্তে কিছু বলা যাচ্ছে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *