বাহরাইনে অধিক সংখ্যক বাংলাদেশী অবৈধ শ্রমিক প্রবেশ করছে বলে স্বীকার করেছে বাংলাদেশ দূতাবাস। বাহরাইনে বাংলাদেশ দূতাবাস স্বীকার করেছে যে, বাংলাদেশীদের পাচার করার জন্য গ্যাং রয়েছে। তাদের কারণেই বাইরাইনে ক্রমবর্ধমান হারে বাড়ছে অবৈধ শ্রমিক। রোববার স্থানীয় আল ওয়াসাতে এ সংক্রান্ত খবর প্রকাশ হয়। এ খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। এতে বলা হয়, ওই পত্রিকাকে বাংলাদেশী রাষ্ট্রদূত বলেছেন, ওইসব গ্যাং সদস্যদেরকে গ্রেপ্তার করে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য পরিকল্পনা আছে দূতাবাসের। এসব গ্যাং বাংলাদেশীদের অবৈধ উপায়ে কাজে লাগাচ্ছে। বিপুল অংকের অর্থের বিনিময়ে তারা শ্রমিকদের নিচ্ছে বাহরাইনে। এক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছেন ওইসব শ্রমিক। তাদেরকে প্রতিশ্রুতি দেয়া হয় বাহরাইনে নিশ্চিত চাকরির। এরপর শ্রমিকরা যখন বাইরাইনে পৌঁছান তখন তারা দেখতে পান কোনো কাজ নেই। ফলে তারা যে ঋণ করে বাহরাইনে যান তা শোধ করতে তাদেরকে অবৈধভাবে কাজ করতে হয়। এক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তা সমাধান না হওয়া পর্যন্ত বাহরাইনে কোনো বাংলাদেশীকে কাজের অনুমতি দেয়া অস্থায়ীভাবে এ মাসের শুরুতে নিষিদ্ধ করেছে দূতাবাস। দূতাবাসের তথ্যমতে, বাহরাইনে এখন এক লাখ ৮০ হাজার বাংলাদেশী কাজ করছেন। এর মধ্যে প্রায় ৫০ হাজারই অবৈধ শ্রমিক। কর্মকর্তারা নিশ্চিত করে বলেছেন, বিপুল সংখ্যক শ্রমিক আছেন যাদের থাকার মতো কোনো আবাসন নেই। তারা রাস্তায় বা সরকারি বিভিন্ন স্থাপনায় রাত্রিযাপন করেন।