গ্রাম বাংলা ডেস্ক: বর্তমানে দেশে কোনো গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ। তিনি বলেন, দেশে এখন সুশাসনের অভাব রয়েছে। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠাসহ নৈরাজ্য ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। আজ বুধবার বিকেলে নগরীর লালদিঘি মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমানের সমালোচনা করে সাবেক রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হয়েও রাজাকারদের মন্ত্রিসভার সদস্য করেছেন। আর বেগম জিয়া স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন।
নিজিদের পক্ষে সাফাই গেয়ে এরশাদ বলেন, জাতীয় পার্টি জাতীয়তাবাদী আদর্শের দল। আমরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। জাতীয় পার্টি ক্ষমতায় থাকা অবস্থায় মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ করা হয়। ইসলামকে রাষ্ট্রধর্ম এবং শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা করা হয়। তাই এ দেশের মানুষ জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চায়। বার আউলিয়ার দেশ চট্টগ্রাম থেকে জাতীয় পার্টি সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ গড়ার যাত্রা শুরু করেছে।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা পার্টি আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মেহজাবিন মোরশেদ এমপি। বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম ও এমএ হান্নান এবং মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ দলের শীর্ষ নেতারা।