শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

আবার ‘গোলমাল’ শুরু করলেন ওঁরা

Slider বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী

image

 

 

 

 

 

ফের ‘গোলমাল’ শুরু করল টিম রোহিত শেট্টি। ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজির নতুন এই ছবির নাম ‘গোলমাল এগেন’। নতুন এই ছবিতে থাকছে একাধিক চমক। পুরনোরা কেউ ফিরছেন। আবার আছেন নতুনরাও, যাঁরা এই প্রথম ‘গোলমাল’ সিরিজে কাজ করছেন। তবে অজয় দেবগণ থাকছেন। ‘বাদশাও’-এর শুটিং সেরে সঞ্জয় মিশ্রকে সঙ্গে নিয়ে ‘গোলমাল এগেন’ এর সেটে যোগ দিয়েছেন অজয়। টুইট করেছেন, ‘‘সাউন্ড, ক্যামেরা অ্যাকশন।’’

এক ঝাঁক তারকা রয়েছেন এই ছবিতে।  আরশাদ ওয়ার্সি, তুষার কপূর, শ্রেয়স তালপড়ে, কুনাল খেমু, তব্বু, পরিণীতি চোপড়া, নীল নিতিন মুকেশ, সঞ্জয় মিশ্র, জনি লিভার, প্রকাশ রাজ এবং আরও অনেকে। পরিণীতি চোপড়া এবং নীল নিতিন মুকেশ দু’জনেই গোলমাল সিরিজে নতুন। পরিণীতি চোপড়া বেশ উত্তেজিত ‘গোলমাল’-এ অভিনয় করতে পেরে। টুইট করে জানিয়েছেনও সে কথা।

বেশ কিছু দিন আগেই শুরু হয়ে যেত এই ছবির শুটিং। কিন্তু মূল কাণ্ডারি অজয় দেবগণ ছিলেন অন্য ছবিতে ব্যস্ত। মুম্বইয়ে প্রথম পর্যায়ে শুটিংয়ের পর উটি এবং গোয়াতে হবে ছবির বাকি শুটিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *