বুধবার, জুন ২৬, ২০২৪

হোলির সাহসী ফটোশুটে পুনম

Slider বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী

image

 

 

 

 

imageতাঁর নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে বিতর্ক। কখনও সাহসী ফটোশুট, কখনও বা বিতর্কিত মন্তব্য— এ সব কিছু নিয়েই শিরোনামে থাকেন মডেল পুনম পাণ্ডে। এ বার তিনি হোলির ফটোশুটে। সেখানেও তাঁর খোলামেলা পোশাক জন্ম দিয়েছে বিতর্কের।

গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি হোলির ভিডিও পোস্ট করেছেন পুনম। সেখানে লিখেছিলেন, ‘আমার সঙ্গে হোলি খেলতে চান? তা হলে আমার ভিডিও দেখুন।’ তাঁর এই ছবি এখন ওয়েব দুনিয়ায় ভাইরাল। পুনমের এই ছবি দেখে ভিন্ন মত ইন্ডাস্ট্রির। কেউ বলছেন, সাহসী ছবি তুলে ফের লাইমলাইটে আসতে চাইছেন। কারও আবার মনে হয়, রঙের উত্সবে যে ভাবে খুশি সামিল হওয়া যায়। পুনম বেছে নিয়েছেন তাঁর নিজস্ব পথ। সব মিলিয়ে হোলির সেলিব্রেশনে মেতেছেন পুনম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *