রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ বিশ্বের নেতৃত্বে বাংলাদেশ

Slider সারাদেশ

56705_kt

 

ঢাকা; নেদারল্যান্ডের দি হেগ-এ অবস্থিত রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা- ওপিসিডব্লিউ’র নির্বাহী পর্ষদের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এটাকে বড় কূটনৈতিক সাফল্য হিসাবে দেখছে ঢাকা। এবারই প্রথম বাংলাদেশ সংস্থাটির শীর্ষ পদ পেলো।
পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে ওপিসিডব্লিউ’র নির্বাহী পর্ষদের চেয়ারপার্সন পদে বিজয় আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের অগ্রণী ভূমিকা এবং অবদান এবং আন্তর্জাতিকভাবে অস্ত্র নিরস্ত্রীকরণ এবং তার বিস্তার প্রতিরোধে বাংলাদেশের ভূমিকার বা অবদানের প্রতি বিশ্ব সম্প্রদায়ের সন্তোষজনক মনোভাবেরই প্রতিফলন। স্বাধীনতার মাসে অনুষ্ঠিত ওই নির্বাচন বিশ্ব দরবারে বাংলাদেশের গুরুত্ব নিশ্চিতভাবে আরও বৃদ্ধি করবে বলেও মনে করেন দেশীয় কূটনীতিকরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৭ই মার্চ থেকে শুরু হওয়া চারদিনব্যাপী ওপিসিডব্লিউ’র ৮৪তম অধিবেশনের তৃতীয় দিনে বৃহস্পতিবার নির্বাহী পর্ষদের নির্বাচন হয়। সেখানে ওপিসিডব্লিউ’র নির্বাহী পর্ষদের চেয়ারপার্সন পদে ২০১৭-২০১৮ মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওপিসিডব্লিউ’তে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি শেখ মুহম্মদ বেলাল নির্বাচিত হন। বিজয়ী কূটনীতিক বেলাল আগামী ১২ মে তার দায়িত্ব বুঝে নেবেন। ২০১৮ সালের ১১ই মে পর্যন্ত তিনি বিশ্ব সংস্থার ওই পদে থাকবেন। ১৯৯৭ সাল থেকে যাত্রা শুরু হওয়া ওপিসিডব্লিউতে বাংলাদেশের রাষ্ট্রদূত বেলাল হবেন ২০তম চেয়ারপার্সন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *