মোঃ জাহিদুল ইসলাম ডিমলা প্রতিনিধিঃ।। ৮ মার্চ বুধবার সকালে ‘‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কার্মে নতুন মাত্রা’’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের সাথে নীলফামারী ডিমলা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে, পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০১৭।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীতে অংশ গ্রহন করেন, সরকারী কর্মকর্তা কর্মচারী, ইউপি চেয়ারম্যান-ইউপি সদস্য, আরডিআরএস বাংলাদেশ, পল্লী শ্রী, ডিমলা মহিলা মহাবিদ্যালয়, ডিমলা বি.এম.আই কলেজ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
বাংলাদেশ নারী মুক্তি সংসদ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, উপজেলা নারী মুক্তি সংসদের কার্যালয়ের চত্ত্বরে নারী নেত্রী ছালেহা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নারী নেত্রী সংসদ এর সহসভাপতি জেলা শাখা মাহফুজা বেগম লাকী, নারী নেত্রী গীতা রানী, লাইলী বেগম, সাহেরা বেগম, এ্যাড. বাবুল আখতার, ডা: ননী গোপাল সিংহ রায়, হাফিজার রহমান, সিরাজুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভায় বক্তরা বলেন নারী-পুরুষের সমতায় উন্নয়নের যাত্রাকে এগিয়ে নিতে সকলকে এক সাথে দেশ গড়ার জন্য কাজ করতে হবে