মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: “নারী-পুরুষের সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা” স্লোগানে দিনাজপুরের বিরামপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিরামপুর এডিপি’র সহযোগীতায় ৮ই মার্চ, বুধবার পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস-২০১৭।
দিবসটি উপলক্ষে এদিন বেলা ১০ টায় উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফছানা মোস্তারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মনিরুজ্জামান আল-মাসউদ। আরো বক্তব্য রাখেন, নির্বাচন কর্মকর্তা আতাউল হক, জনস্বাস্থ্য অফিসার আব্দুল লতিফ, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা প্রকল্প কর্মকর্তা ষ্টেলা সরেন ইভা, বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি দুলু মিয়া, সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার কবির হোসেন, বেসরকারী সংস্থা পল্লী শ্রী কর্মকর্তা আব্দুল খালেক, আরডিআরএস এর কর্মকর্তা মালেকা খাতুন, কারিতাস এর কর্মকর্তা ব্লাংকিনা সরেন, শিশু ফোরামের সভাপতি শারমিন আক্তার এবং কয়েকটি নারী সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালী ও আলোচনা সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা, মহিলা বিষয়ক অধিদপ্তর হতে নিবন্ধিত নারী সংগঠনসমূহ, স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধি সহ সমাজের মান্যগন্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।