গাজীপুর: ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। উদ্ধারকারী ইঞ্জিন দূঘটনা কবলিত ইঞ্জনটি উদ্ধার কার ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রাত ১০টায় মির্জাপুর স্টেশনে আটকা পড়া ঢাকাগামী লালমনি এক্সপ্রেস জয়দেবপুরের উদ্দেশ্যে ছেড়েছে।
জয়দেবপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাসির উদ্দিন ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সংবাদটি নিশ্চিত করেছেন।
এরআগে ঢাকা-রাজশাহী রুটের গাজীপুরের মৌচাক ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামঝি কালামপুর নামক স্থানে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে আটক পড়েছে প্রায় ৭ শতাধিক যাত্রী। দূঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে কাজ শুরু করেছে দুটি বিকল্প ইঞ্জিন। মঙ্গলবার রাত পৌনে ৮টায় আনমেন গেটে(অননুমোদিত)ওই দূর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, ভারত সরকারের তৈরী ওই মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ৭বগিতে প্রায় ৭শতাধিক যাত্রী আটকা পড়ে।
মাটিকাটা রেলক্রসিংয়ের বেরিয়ারম্যান মোঃ ফজল হক জানান, কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা-রাজশাহী রেলরোটের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় একটি ট্রাকের(খুলনা-৩৬৫)সাথে সংঘর্ষ বাধে। এতে ট্রাকটি ধুমড়ে মুচড়ে পাশের খাদে পড়ে যায়। মৈত্রীর ইঞ্চিন কিবল হয়ে যায়। ফলে ঢাকার সাথে উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ হয়।
রেলওয়ে সূত্র জানায়, মির্জাপুর-মৌচাকের মাঝামাঝি একটি আনমেন গেটে কোলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে ট্রেনের ইঞ্জন বিকল হয়ে যায়। এতে ঢাকা-রাজশাহী রুটের সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রেন দূর্ঘটনার ফলে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস মির্জাপুর স্টেশনে, খুলনাগামী চিত্রা এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনে ও সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস মৌচাক স্টেশনে আটকা পড়ে। রাত ১০টায় নাসির উদ্দিন জানান, ঢাকা ও সিরাজগঞ্জ থেকে দুটি বিকল্প ইঞ্জিন কাজ শেষ করায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।