জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির পিছনে গাঁজা গাছ

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

gaza in gazipur police station

স্টাফ করেসপন্ডেন্ট

গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: মাদক নিয়ন্ত্রনের কাজে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সরকারী দপ্তরের পিছনে জন্ম হয়েছে বড় ধরণের একটি গাঁজা গাছের। গাছটির নিয়মিত পরিচর্যাও করছেন পুলিশ সদস্যরা। এই নিয়ে তোলপাড় পড়ে গেছে সংশ্লিষ্ট এলাকায়।

গাজীপুর শহরের জয়দেবপুর রেলওয়ে জংশনে অবস্থিত রেলওয়ে পুলিশ ফাঁড়ির পূর্ব দক্ষিন কোনায় একটি বড় গাঁজা গাছ দেখা যায়। গাছটি স্বাভাবিকের তুলনায় অনেক বড়। স্থানীয়রা বলছেন অনেক দিন যাবৎ ফাঁড়ির পুলিশ গাছটির পরিচর্যা করছেন।

গাঁজা গাছের দেখা শুনা করেন এমন একজন ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে গ্রাম বাংলা নিউজকে বলেছেন, স্টেশনে গাঁজার ব্যবসা রমরমা। অনেক দূর থেকে গাঁজা আনতে হয়। তাই ভেবে এখানেই গাছ লাগানো হয়েছে যেন সহজেই গাঁজা পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়দেবপুর রেলওয়ে জংশনে প্রকাশ্যে মাদক দ্রব্য বিক্রি হয়। গাঁজা হেরোইন, ইয়াবা ও ফেনসিডিল নিয়মিতই পাওয়া যায় স্টেশনে। রেললাইনের পাশে বসে ফুটপাতের দোকানের মত কাগজ বিছিয়ে বিক্রি হচ্ছে গাঁজা আর হেরোইন। নি¤œ শ্রেনীর ওই মানুষগুলো স্টেশনেই থাকার কারণে কেউ তাদের কিছ্ ুবলেন না। আর পুলিশ ওই ভাসমান মাদক ব্যবসায়ীদের প্রতিবেশী হওয়ায় স্টেশনে মাদক বিক্রি তেমন কোন অপরাধের মধ্যেও পড়ে না বলে মনে করছেন স্টেশন এলাকায় বসবাসরত মানুষ।

সংশ্লিষ্টরা বলছেন, গাজীপুরের নবাগত পুলিশ সুপার যোগদানের পর মন্ত্রী এমপি ও চিতনায়কদের এনে গাজীপুর শহরে মাদক বিরোধী বিশাল রোড শো করার পর জনমনে স্বস্থির বিশ্বাস মিলেছিলো। কিন্তু মাদক নিয়ন্ত্রনের দায়িত্বে থাকা পুলিশের সরকারী দপ্তরের পিছনে গাঁজা গাছ আবিস্কার হওয়ার পর এখন সহজেই প্রশ্ন এসে যায়, পুলিশ আসলে মাদক নিয়ন্ত্রনের কাজ করছে না মাদক তৈরীর কাজ করছেন?

এ বিষয়ে জানতে জয়দেবপুর স্টেশনে অবস্থিত জিরাপি পুলিশ ফাঁড়িতে গিয়ে দেখা যায়, অফিস তালাবন্ধ। সবাই দুপুরের খাবার খেতে বাসায় গিয়েছেন। কেউ কেউ ডিউটি করছেন ফাঁড়ির বাইরে। মোবাইল ফোনে ফাড়ির ইনচার্জকে কয়েকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *