নির্বাচন কমিশন সফল না হলে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে’

Slider জাতীয়

55707_hafiz

 

ঢাকা; সদ্য গঠিত নির্বাচন কমিশনকে বিদায়ী কমিশনের তৈরি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে ব্যর্থ হলে দেশে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হতে পারে বলে আশংকা করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নেতারা। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘নতুন নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় সুজন নেতৃবন্দ এ আশংকা প্রকাশ করেন।
গোলটেবিল আলোচনায় সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খান বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও দক্ষ হতে হবে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য সরকার ও রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার মনোভাব দেখাতে হবে। গত নির্বাচন কমিশনের নির্বাচনগুলো অনেক সমস্যাপূর্ণ ও বিতর্কিত ছিল। বিগতে দিনের এই নির্বাচনগুলোতে অনেক কারচুপি ও জালিয়াতির ঘটনা ঘটেছে। কিন্তু কমিশন কোনো অ্যাকশন নেয়নি। তারা নীরব দর্শকের ভূমিকায় ছিল। বর্তমান নির্বাচন কমিশন গঠন স্বচ্ছভাবে হয়নি দাবি করে সুজন সভাপতি আরও বলেন, সার্চ কমিটির কাছে অনেক আশা ছিল। তাদের রেসপন্স আমরা জানতে পারিনি। তারা কী প্রস্তাব দিল আর কী কমিশন গঠন হলো। আমরা আশা করি নতুন নির্বাচন কমিশন সফল হবে। যদি তারা সফল না হন তবে দেশে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে।
গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, বিদায়ী নির্বাচন কমিশন ব্যর্থ ছিল। তাই বর্তমান নির্বাচন কমিশনকে বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এ চ্যালেঞ্জ সতর্কভাবে মোকাবেলা করতে হবে। এসব চ্যালেঞ্জের মূল উৎস হলো বিদায়ী কমিশনের ব্যর্থতা। সরকারও অনেকগুলো চ্যালেঞ্জ সৃষ্টি করে রেখেছে।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *