ঢাকা ; ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ছাত্র-ছাত্রী ও তরুণ-তরুণীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা কোন প্রতিষ্ঠানে চাকরি করবে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে বরং মানুষকে চাকরি দেয়ার চিন্তা করো। উন্নত দেশের অনেক কর্মপরিবেশ থাকার কারণ হল সেখানে অনেক উদ্যোক্তা রয়েছে। এবং নিয়মিত উদ্যোক্তা তৈরী হয়। সোমবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লোকবক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এই লোকবক্তৃতার আয়োজন করে। লতিফুর রহমান বলেন, অনেকে বলে বাংলাদেশের ম্যানেজমেন্ট ভালো না বা ভালো ম্যানেজমেন্ট পাওয়া যায় না। কিন্তু আমি এটা মনে করিনা। কারণ সব উন্নত দেশে বাংলাদেশিদের সুনাম রয়েছে। সঠিক পরিবেশ দিলে সবাই তার সেরাটা উপহার দিতে পারবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একজনকে ১০ হাজার টাকা বেতন দিচ্ছি। একই কাজের জন্য আরেক কোম্পানি কেন ২০ হাজার টাকা দিবে। তার অর্থ দাঁড়ায় আমার অধীনের লোকটাকে ভালোভাবে মূল্যায়ন করতে পারিনাই। এখানে দুই পক্ষেরই সতর্ক থাকতে হবে। যথাযোগ্য মর্জাদা দিলে সবার মধ্যে চঞ্চলতা থাকবে। কাজও বেশি হবে। তিনি আরও বলেন, এখন মানুষের মধ্যে একটা ধারণা তৈরী হয়েছে ব্যবসা মানে কিছু দুই নম্বরি করতে হবে। সরকারকে কিছু ফাঁকি দিতে হবে। কিন্তু তাদের মনে রাখতে হবে এটা শর্ট টাইম চিন্তা। একটা দেশের ইতিহাসের জন্য ৪০/৫০ বছর কিছুই না। নিজেরা সৎ ভাবে ব্যবসা করলে নিজে যেমন বড় হওয়া যায় তেমন দেশের ভাবমূর্তি উজ্জল হয়। জাতি হিসেবে তেমন উন্নত হওয়া যায়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম ও ইনোভেশন এন্ড ইনকিউবেশন সেন্টারের পারিচালক মো. আবু তাহের খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (স্টুডেন্ট এফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান।