ফেসবুকে পাতা ৫ ফাঁদ

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা

b9c8ae5d79cd0fd8640ef857098b1171-all

গ্রাম বাংলা ডেস্ক: ফেসবুকে বেশ জনপ্রিয় পাঁচটি স্ক্যাম সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন অ্যান্টিভাইরাস নির্মাতাপ্রতিষ্ঠান বিটডিফেন্ডারের বিশেষজ্ঞরা।ফেসবুক ব্যবহারকারীদের বিপদে ফেলতে নানা রকম কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে সাইবার দুর্বৃত্তরা। ফেসবুকে তারা এমন সব পোস্ট করে যা দেখে প্রলুব্ধ হয়ে অনেকেই ক্লিক করে বসেন তাতে। প্রযুক্তি সম্পর্কে ভালো জানেন এমন অনেকেও ফেসবুক স্ক্যাম বা সাইবার দুর্বৃত্তদের পাতা ফাঁদে পা দিয়ে তাঁদের কম্পিউটারে অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ডাউনলোড করে ফেলেন। টেলিগ্রাফ অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

রোমানিয়ার সাইবার নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান বিটডিফেন্ডার সম্প্রতি ফেসবুকের জনপ্রিয় স্ক্যামগুলো নিয়ে একটি গবেষণা করেছে এবং শীর্ষ পাঁচটি স্ক্যাম সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। গত দুই বছর ধরে এই স্ক্যামগুলো ব্যবহার করে আসছে সাইবার দুর্বৃত্তরা। বিটডিফেন্ডারের গবেষকেরা জানিয়েছেন, স্ক্যামগুলো অনেক পুরোনো হলেও প্রচলিত এই স্ক্যামগুলোতে ক্লিক করে অনেকেই তাঁদের ব্যক্তিগত তথ্য চুরি ও কম্পিউটারে ম্যালওয়্যারের আক্রমণের মতো সমস্যার মুখে পড়েছেন।
প্রোফাইল কে দেখছে?
ফেসবুকের প্রোফাইল কে কে দেখছেন তা জানার আগ্রহ থাকে অনেকেরই। আর মানুষের এই আগ্রহ বা কৌতূহলকে কাজে লাগায় সাইবার দুর্বৃত্তরা। এ কাজে তারা যে স্ক্যামটি ব্যবহার করে তার নাম ‘গেস হু ভিউড ইওর প্রোফাইল?’ ফেসবুকে জনপ্রিয় স্ক্যামগুলোর মধ্যে এই পুরোনো স্ক্যামটিই এখনো শীর্ষে রয়েছে। এই স্ক্যামটি জনপ্রিয় স্ক্যাম হিসেবে ৪৫.৫০ শতাংশ দখল করে রেখেছে। এ ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে আর তা হচ্ছে ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইল কে দেখছে সেই তথ্য ফেসবুক সরবরাহ করে না বা অন্য কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমেও তা দেখা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *