প্রথমবারের মতো জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের পৃথিবীর আকৃতির সমান সাতটি গ্রহ আবিষ্কার করেছেন। তারা বলছেন, এসব গ্রহ তাদের নিকটস্থ নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। বিজ্ঞানীরা আরো বলছেন, এসব গ্রহে থাকতে পারে প্রাণের অস্তিত্ব। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়েছে, নাসা ও বেলজিয়ামের গবেষকদল বুধবার এ আবিষ্কারের ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন, এ গ্রহগুলো গুচ্ছ আকারে রয়েছে ৪০ আলোক-বর্ষ দূরত্বের কিছু কম দূরে আকুয়ারিয়াস নক্ষত্রপুঞ্জে। গ্রহগুলো কিছুটা নিষ্প্রভ নক্ষত্র ট্রাপিস্ট-১ কে কেন্দ্র করে তার চারপাশে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এর আকৃতি মোটামুটি বৃহস্পতির মতো। এর মধ্যে তিনটি গ্রহকে বলা হচ্ছে জীবনের অস্তিত্বপূর্ণ। সেখানে থাকতে পারে পানি, প্রাণও। এসব গ্রহ কি পাথরময় নাকি সেখানকার আবহাওয়া কি রকম তা যাচাই করতে বিজ্ঞানীরা আরও গবেষণা করবেন।