একুশের প্রহর
———-মহিউদ্দিন ভূঁইয়া
একুশের প্রহর গুণি
কৃষ্ণচূড়া ফুল হাতে নিয়ে,
মায়ের হাসি ফোটায়
বিনম্র শ্রদ্ধাঞ্জলি দিয়ে।
একুশের প্রহর গুণি
বসন্তের বাতায়নের মাঝে,
রেলীতে জোয়ান বুড়ো
শিশু, দল বেঁধে সাজে ।
একুশের প্রহর গুণি
কোকিলের কুহু কণ্ঠে,
সন্তান হারা অভাগী
মায়ের অশ্রুসিক্ত ক্রন্দনে ।
একুশের প্রহর গুণি
মোয়াজ্জিনের মধুর কণ্ঠে,
কৃষক চলেছে লাঙল
কাঁধে, গাঁয়ের মেঠুভাটে।
একুশের প্রহর গুণি
শিশির ভেজা দুর্বা ঘাসে,
জমে থাকা কনা জলে
ঝিকিমিকি একুশ হাসে।
একুশের প্রহর গুণি
নববধূর মেহেদি দু’হাতে
শাখা, চুড়ি,কপালে টিপ
অারও রাঙায় লাল শাড়িতে।
একুশের প্রহর গুণি
ভোরের পাখ-পাখালির
কিচিমিচি গুনজনে
গালিচা ভরা বসন্তের ফুলে।
একুশের প্রহর গুনি
সোনালী রোদ্রে হাসিতে,
চকচক কিরন পাকা ধানে
প্রাণ জোড়য়া কৃষকের।
একুশের প্রহর গুনি
ডিঙি নৌকা নিয়ে জেলে
মাছ ধরতে যায়…
ঠান্ডায় হাড় কাপা জলে।
একুশের প্রহর গুণি
সালাম, জব্বার,রফিক
অারও অজানা শহীদের
প্রাণের বিনিময়ে বাংলা ।
একুশের প্রহর গুণি
বাবার বোবা কান্নায়,
দাদুর অাহাজারি
ভাইয়ের প্রতিবাদী কণ্ঠে ।